• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বেড়িবাঁধ সংস্কারে সেনাবাহিনী, স্বস্তি খুলনাবাসীর

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ মে ২০২০  

ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত খুলনা অঞ্চলের বেড়িবাঁধ সংস্কারে নেমেছে সেনাবাহিনী। কাজ শুরু হওয়ায় খুলনার কয়রা, সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপকূলের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়দের সহযোগিতায় আগামী সপ্তাহের মধ্যেই ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত সম্ভব হবে বলে আশা সেনা কর্মকর্তাদের।

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ব্যাপক ক্ষতি হয় উপকূলের বেড়ি ও শহর রক্ষা বাঁধ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খুলনা ও সাতক্ষীরা জেলার বাঁধ। জোয়ারের পানি ঢুকে তলিয়ে যায় বিস্তৃর্ণ জনপদ। পানিবন্দি হয়ে পড়েন প্রায় দুই লাখ মানুষ। এমন দুর্দশা থেকে রেহাই পেতে স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার শুরু করেন সাধারণ মানুষ। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অসহযোগিতার কারণে তেমন উন্নতি হয়নি পরিস্থিতির।

এমন বাস্তবতায় দুর্ভোগে থাকা উপকূলের মানুষের পাশে দাঁড়ায় সেনাবাহিনী। কয়রার পর সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে নেমে পড়েন সেনা সদস্যরা। ইতোমধ্যে কার্যক্রম পরিদর্শন করেছেন ৫৫ পদাতিক ডিভিশনের জি ও সি মেজর জেনারেল হুমায়ুন কবীর। ১৩টি স্থানকে চিহ্নিত করায় দ্রুত কাজ শেষ হওয়ার আশা তাদের।

লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার বলেন, এই ১৩টি পয়েন্ট সর্বাধিক ক্ষতিগ্রস্ত। এই কাজগুলি দ্রুত করার জন্যই আমরা এখানে এসেছি। সেনাবাহিনী উদ্যোগ নেয়ায় বাঁধ নিয়ে দুশ্চিন্তা কমছে নদী তীরের বাসিন্দাদের। আর এ কার্যক্রম সমন্বয়ের কথা জানায় স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, চেয়ারম্যান ও অন্যান্য যারা আছেন তারা যেন এর সাথেই থাকে, সেটাই দেখছে জেলা প্রশাসক। সাইক্লোন আম্পানের তাণ্ডবে খুলনা ও সাতক্ষীরা জেলার প্রায় ৫০টি স্থানে ১শ ১৫ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়।