• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

দূর্গা পূজা স্পেশাল রান্না

বেগুনের চাটনি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৯  

উপকরণঃ

গোল বেগুন-১/২ কেজি, আদা বাটা-১ চা চামচ, হলুদ গুড়া-১/২ চা চামচ, ধনে গুড়া-১/২ টেবিল চামচ, জিরা গুড়া-১ চা চামচ, মরিচ গুড়া-১ চা চামচ, পাঁচ ফোড়ন-১ চা চামচ, পাচ ফোড়ন গুড়া ১/২ চা চামচ, শুকনা মরিচ ১টা, তেঁতুল-১/২ টেবিল চামচ, চিনি-২ টেবিল চামচ, সরিষার তেল -১/২ কাপ, আস্ত কাচা মরিচ-৮টি, লবণ- স্বাদমতো, পানি-১/২ কাপ। 
  
প্রনালীঃ

পানিতে তেঁতুল ভিজিয়ে মাড় বের করে নিন। বেগুন স্লাইস করে কেটে ধুয়ে লবণ-হলুদ মাখিয়ে রেখে দিন ১/২ ঘন্টা। কিছুটা করে তেল প্যানে দিয়ে বেগুনের টুকরো গুলো আধা ভাজা করে নামান। অবশিষ্ট তেল গরম করে পাঁচ ফোড়ন ও শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। আদা বাটা দিয়ে কসান। কিছুটা পানি দিয়ে বাকি সব গুড়া মশলা দিয়ে কসান। তেঁতুলের মাড় এ্যাড করুন। ফুটে উঠলে লবণ ও চিনি দিয়ে বেগুন টুকরা গুলো দিয়ে ঢেকে দিন। সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। আস্ত কাচা মরিচ দিয়ে ঢেকে পাচ ফোড়নের গুড়া ছড়িয়ে  ১ মিনিট রান্না করে নামিয়ে নিন।