• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

‘বেক্সিটে বাংলাদেশিদের সমস্যা নয়, সম্ভাবনা সৃষ্টি হবে’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

বেক্সিট বাস্তবায়নে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের কোন সমস্যা হবে না। বরং তাদের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে সময় সংবাদকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রর্বাট চ্যাটারটন ডিকসন।
 

শনিবার (১৪ ডিসেম্বর) সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় বাংলাদেশকে যুক্তরাজ্যের শক্তিশালী অংশীদার হিসেবেও অ্যাখ্যা দেন ব্রিটিশ হাইকমিশনার।

এ সময় তিনি বলেন, 'আমি মনে করি যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের ওপর বেক্সিটের গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। এমনকি বাংলাদেশ- যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেও বেক্সিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'

বাংলাদেশিদের জন্য বেক্সিট সম্ভাবনা বয়ে আনবে। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ব্রিটিশ সরকার আরো সুযোগ সৃষ্টি করবে বলেও জানান ব্রিটিশ হাইকমিশনার।

তিনি বলেন, ব্রেক্সিট বাস্তবায়নের পর বাংলাদেশের দক্ষ জনবল যুক্তরাজ্যে আরো বেশি কাজের সুযোগ পাবেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাজ্য শক্তিশালী অংশীদার মন্তব্য করে রবার্র্ট চ্যাটারটন ডিকসন বলেন, ভবিষ্যতেও এ ক্ষেত্রে দুই দেশ একসাথে কাজ করবে।

যুক্তরাজ্যে সব ধরনের বর্ণবাদ ও বৈষম্যের ক্ষেত্রে দেশটির সরকার জিরো টলারেন্স নীতিতে আছেন জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, 'যুক্তরাজ্যে ইসলাম বিদ্বেষ বা ইসলামোফোবিয়ার কোন স্থান নেই।'