• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

বিশ্বে করোনার বিস্তার অব্যাহত, মৃত ৯ লাখ ৫৬ হাজার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০  

সারা বিশ্বে সংক্রামক ব্যাধি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব আপন গতিতে বেড়েই চলছে। বাড়ছে মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যা। তুলনামূলকভাবে সুস্থ হওয়ার সংখ্যা নেহাত কম না হলেও আতঙ্ক ছাড়ছে না জনমনে। বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৯ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ মৃত্যু তালিকায় যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, মেক্সিকোর নাগরিকদের সংখ্যাটা বেশি। আর সুস্থতা লাভ করেছেন ২ কোটি ২৩ লাখের উপরে করোনা রোগী। 

জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ লাখ ৪৯ হাজার ১৯৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। এতে করে মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ৬ লাখ ৯১ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে। অপরদিকে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ৯ লাখ ৫৬ হাজার ৩৯৬ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টার মারা গেছেন ৬ হাজার ১১৬ জন। গত এক দিনে মোট সুস্থতা লাভ করেছেন ৩ লাখ ৮০৯ জন। এ নিয়ে সুস্থতার সংখ্যা ২ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮০৯ জন। 

গেল বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এরপর পরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে সংক্রমণ মাত্রা ছাড়ায়। সে সব দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি। ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৬৯ লাখ ২৫ হাজার ৯৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ৩ হাজার ১৭১ জন। সংক্রমণের নিরিখে দুই নম্বরে অবস্থান নেওয়া ভারতে গত এক দিনে প্রায় এক লাখ করোনা রোগী পাওয়া গেছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ৫ হাজার ৪৭৫ জন। মারা গেছেন ৮৫ হাজার ৬২৫ জন। মৃত্যুর তালিকায় ২ অবস্থানে থাকা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৪ লাখ ৯৭ হাজার ৪৩৪ জনে দাঁড়িয়েছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩৫ হাজার ৮৫৭ জনে ঠেকেছে। রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ৯১ হাজার ১৮৬ জন। আয়াতনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ১৯৫ জন মানুষের মৃত্যু হয়েছে। 

পেরুতে আক্রান্ত ৭ লাখ প্রায় ৫৬ হাজার ৪১২ জন মানুষ। যেখানে মৃতের সংখ্যা ৩১ হাজার ২৮৩ জনে দাঁড়িয়েছে। কলম্বিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৫০ হাজার ৪৭১ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৮৫০ জনের। মেক্সিকোয় আক্রান্ত ৬ লাখ ৮৮ হাজার অতিক্রম করেছে। সেখানে প্রাণ গেছে ৭২ হাজার ৮০৩ জন মানুষের। আর্জেন্টিনায় আক্রান্ত ৬ লাখ ১৩ হাজার ৬৫৮ জন। প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৬৫৬ জন। চিলিতে ৪ লাখ সাড়ে ৪২ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।  

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৫৭ হাজার ৬২৭ জন। মৃত্যু হয়েছে ১৫ হাজার ৮৫৭ জনের।

স্পেনে আক্রান্ত ৬ লাখ ৫৯ হাজার ছাড়িয়েছে। প্রাণ গেছে ৩০ হাজার ৪৯৫ জনের। ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৪ লাখ ২৮ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩১ হাজার ২৪৯ জনের। যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৭৩২ জন মানুষের। তুরস্কে আক্রান্ত ২ লাখ ৯৯ হাজার আর মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৭৭ জনের। 

ইরানে করোনার শিকার প্রায় ৪ লাখের বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ২৩ হাজার ৯৫২ জনের। সৌদিআরবে আক্রান্ত ৩ লাখ ২৫ হাজারের বেশি, মারা গেছেন ৪ হাজার ৪৩০ জন। পাকিস্তানে আক্রান্ত ৩ লাখ ৪ হাজার আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৪০৮ জনের। ইরাকে আক্রান্ত ৩ লাখ ১১ হাজার আর মারা গেছেন ৮ হাজার ৪০৮ জন। 

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৮৮১ জনের।