• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

বিরাট কোহলির নতুন রেকর্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২০  

এবারের আইপিএল আসরের শুরু থেকেই অনেকটা নিষ্প্রভ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। যেন নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছিলেন না কোহলি।  

প্রথম তিন ম্যাচে নিজের নামে সুবিচার করতে পারেননি। তিন ম্যাচে রান করেছেন মাত্র ১৮। এমন হতাশাজনক শুরুর পর নানারকম সমালোচনাও শুরু হয়েছে তাকে নিয়ে। তবে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

গেল ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএল ক্যারিয়ারের ৩৭তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। ৫৩ বলে ৭ চার ও ২ ছয়ে খেলেছেন ৭২ রানের ইনিংস। আর এই ইনিংস খেলার পথে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।

আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে গড়েছেন সাড়ে ৫ হাজার রানের রেকর্ড। আইপিএলে মাত্র তিনজন ব্যাটসম্যানের রয়েছে ৫ হাজারের বেশি রানের কীর্তি। তবে শুধুমাত্র বিরাট কোহলিই পৌঁছে গেছেন সাড়ে ৫ হাজারের ঘরে।

আইপিএল ক্যারিয়ারে কোহলির মোট সংগ্রহ ১৭৩ ইনিংসে ৩৭.৬৮ গড়ে ৫৫০২ রান। টুর্নামেন্টে ৫টি সেঞ্চুরির পাশাপাশি ৩৭টি ফিফটি হাঁকিয়েছেন কোহলি। এছাড়া ৫ হাজারের বেশি রান করা অন্য দুই ব্যাটসম্যান হলেন সুরেশ রায়না ও রোহিত শর্মা।