• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বিটিআরসিকে শেষ কিস্তির হাজার কোটি টাকা দিল গ্রামীণফোন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ মে ২০২০  

অডিট আপত্তি নিয়ে আপিল বিভাগের নির্দেশনা মেনে শেষ কিস্তির এক হাজার কোটি টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) জমা দিয়েছে গ্রামীণফোন। মঙ্গলবার (১৯ মে) বিটিআরসির কাছে হাজার কোটি টাকার ব্যাংক ড্রাফট জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ নিয়ে অনলাইন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিটিআরসি চেয়ারম্যান মো. জহুরুল হক এবং গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এ তথ্য জানান।

গত ২৪ ফেব্রয়ারি আপিল বিভাগের রিভিউ পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে অডিট নিম্পত্তির চূড়ান্ত ফলাফলের সঙ্গে সমন্বয়যোগ্য শেষ কিস্তির এক হাজার কোটি টাকা জমা দেয় গ্রামীণফোন। এই জমাদানের মাধ্যমে বিটিআরসিতে মোট দুই হাজার কোটি টাকা দিলো। এর আগে গত ২৩ ফেব্রয়ারি বিটিআরসিতে ১০০০ কোটি টাকা জমা দিয়েছিল প্রতিষ্ঠানটি।