• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:

বিজয় দিবস ও মুজিববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে পৌরসভার আয়োজনে, পৌর ভবনের সামনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মাহবুব হাসান, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, মাদারীপুর জেলা বিএমএ এর সভাপতি ডাঃ আব্দুল বারী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ আরও অনেকেই।

আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ড.  রহিমা খাতুন বলেন, বহু ত্যাগ তিতিক্ষা ও ৩০ লাখ শহীদের রক্তে এবং ২ লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এ দেশকে স্বাধীন করেছি, তাই বিজয় দিবসের দিনে স্বাধীনতার সংগ্রামের শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। বিজয়ের দিবসের  এই আনন্দে আমরা নতুন সুখী ও শক্তিশালী জাতি গঠনে আত্ননিয়োগ করবো এই প্রত্যাশা সবার কাছে।

মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ বলেন, এই করোনা পরিস্থিতির মধ্যেও আমরা সকলের সুরক্ষা নিশ্চিত করে সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করেছি। এই অনুষ্ঠানের মধ্যে দিয়েই ফুটে উঠেছে বাংঙ্গালীর বীরত্বের কথা। আমরা চাই বিজয় দিবসের এই আনন্দ সবার মাঝে বিলিয়ে দিতে। অনুষ্ঠানে ৪ টি শাখায় ১৩ টি বিভাগের ১০৭ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।