• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

বিএনপির ঘাড়ে ভর করেছে বুদ্ধিজীবী হত্যাকারীদের প্রেতাত্মা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখনো বিএনপির ঘাড়ে ভর করে বুদ্ধিজীবী হত্যাকারীদের প্রেতাত্মারা বাংলাদেশে আছে। তারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে। কাজেই তাদের এই ষড়যন্ত্র সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। 

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

এর আগে সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেতুমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে পরাজয় নিশ্চিত জেনে রাজাকার, আলবদর ও আলশামসদের সহযোগিতায় পাকিস্তানি দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করে। তারা কখনো চায়নি এ দেশ স্বাধীন হোক। তারা চেয়েছিল বাংলাদেশেকে মেরুদণ্ডহীন করতে। এ জন্য বেছে বেছে তারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে।

তিনি বলেন, শেখ হাসিনা না থাকলে কখনো যুদ্ধাপরাধী ও বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচার হতো না। শেখ হাসিনার কারণেই জাতি আজ কলঙ্কমুক্ত হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, প্রমুখ।