• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বাড়িতেই করোনা রোগীর সেবা-যত্ন করার উপায়

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ মে ২০২০  

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিনকে দিন বাড়ছেই। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকে দ্রুত ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এই ভাইরাসটি। প্রায়ই শোনা যাচ্ছে পরিচিত কেউ আক্রান্ত হচ্ছেন! 

এর মধ্যেই আবার খুলে যাচ্ছে অফিস আদালত। চারদিকে মানুষের চলাফেরা বাড়লে করোনার প্রকোপ আরো বাড়তে পারে। এমন কি ঘরের কেউ করোনাভাইরাসে সংক্রমিত হলেও সচেতন থাকুন। এই অবস্থায় বাড়িতে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। 

আতঙ্কিত না হয়ে, মানসিকভাবে শক্ত থেকে নিয়ম মেনে চলুন। ভারতের মুম্বাই অ্যাপোলো হাসপাতালের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. লক্ষ্মণ জেসানি ঘরে থাকা করোনা রোগীর যত্নে কিছু পরামর্শ দিয়েছেন। জেনে নিন কীভাবে বাড়িতেই দেখাশোনা করবেন কোভিড-১৯ রোগীর- 

> যদি কেউ অসুস্থতা বোধ করে তবে রোগীর নিজের থেকেই সচেতন হতে হবে।  

> পরিবারের সবাইকে নিরাপদে রাখতে সংক্ৰমিত রোগীকে বাথরুমসহ একটি ঘরে রাখতে হবে।  

> রোগীর সঙ্গে কথা বলা বা তার দেখাশোনা করার সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন।   

> খুব প্রয়োজন না হলে রোগীর সঙ্গে এক মিটার দূরত্ব রেখে কাজগুলো করে দিন। যেমন ওধুষ বা খাবার খাওয়ানো।   

> সংক্ৰমিত ব্যক্তির কাছে গেলে বারবার সাবান পানিতে হাত ধুতে হবে বা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।   

> বাচ্চাদের, বয়স্কদের আক্রান্ত রোগীর থেকে দূরে রাখুন।  

> রোগীকে প্রচুর পরিমাণে পানি ও ফলের জুস, হালকা গরম স্যুপ, আদা, গোলমরিচ, লবঙ্গ দিয়ে চা পান করতে দিন। মাছ, মুরগির মাংস, ফলসহ পুষ্টিকর খাবার খাওয়ান।  

> শ্বাসকষ্ট থাকলে অবহেলা করবেন না। নিয়মিত ডাক্তার ও হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখুন।  

> চিকিৎসকের পরামর্শ নিয়ে ১৪ থেকে ১৭ দিন আইসোলেশানে থাকতে হবে।

> এছাড়া যদি হালকা জ্বর থাকে আহলে অন্তত ১০ দিন নিজেকে আলাদা রাখুন।