• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের বিশেষ প্রশিক্ষণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, মহিলা বিষয়ক অধিদপ্তরের (ভারপ্রাপ্ত) উপ পরিচালক মাহমুদা আক্তার কনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিমসহ জেলায় কর্মরত নিকাহ রেজিস্ট্রারগণ অংশগ্রহণ করে।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি কর্মশালায় সকল রেজিস্ট্রারগণের উদ্দেশ্যে বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে নিকাহ (ম্যারেজ) রেজিস্ট্রারদের ভূমিকা অত্তান্ত গুরুত্বপূর্ণ। কারণ, তারাই বিয়ের কাজ সম্পন্ন করে থাকেন। তাই বাল্য বিয়ে প্রতিরোধে তাদেরকে কার্যকর ভূমিকা নিতে হবে। তাদের ন্যায় ও সততার সাথে বিয়ের আইন মেনে কাজ করতে হবে। মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে কোন ভাবেই যেন বিয়ে না হয় সেই বিষয়ও রেজিস্ট্রারগণেরা খেয়াল রাখবেন।