• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বার্সাকে রুখে দিল সোসিয়েদাদ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯  

সব রকম টুর্নামেন্ট মিলিয়ে শেষ ৬ ম্যাচে জয় তুলে নেওয়ার পর স্প্যানিশ লিগে ফেরাটা সুখের হলো না লিগ টপার বার্সেলোনার। লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আটকে যেতে হল তারকা সমৃদ্ধ বার্সাকে।

শনিবার রাতে সোসিয়েদাদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কাতালানরা। অবশ্য ড্র করলেও মেসির দল পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে।

প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে এরনেস্তো ভালভারদের শিষ্যরা। ম্যাচের ১২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে দেন ওয়ার জাবেল।

এরপর ম্যাচের ৩৮তম মিনিটে গ্রিজমানের গোলে সমতা আনে অতিথিরা। গ্রিজম্যানের গোলে সহায়তা করেন সুয়ারেজ।

বিরতির পর ম্যাচের ৪৯তম মিনিটে সুয়ারেজ গোল করলে ২-১ এ এগিয়ে যায় বার্সা। তবে সে লিড ধরে রাখতে পারেনি ভালভারদের শিষ্যরা। ম্যাচের ৬২তম মিনিটে আলেকজান্ডারের গোলে ২-২ এ সমতায় ম্যাচ শেষ করে সোসিয়েদাদ।

এ জয়ে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সেভিয়া। ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চারে রিয়াল সোসিয়েদাদ।