• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

‘বাংলাদেশ-ভারত বন্ধুত্ব প্রতিদিনই সুদৃঢ় হবে’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০  

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে দুই দেশের পারস্পরিক সহযোগিতা নিয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার (২৭ অক্টোবর) গুলশানে নিজের বাসভবনে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকদিনই এই বন্ধুত্ব সুদৃঢ় হবে। এই বিশ্বাস এবং আস্থা নিয়েই আমাদের কথোপকথন। আমরা আরও যেটা নিয়ে আলাপ করেছি, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের আইনের অবকাঠামো প্রায় একই। সেই জন্য এই দুই দেশের বিচারিক আদালত এবং উচ্চ আদালতের বিচারক ও বিচারপতিদের মধ্যে এবং আইনজীবীদের মধ্যে পরস্পর সহযোগিতা এবং প্রশিক্ষণের জন্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলি কীভাবে কাজ করবে তা নিয়ে আলাপ-আলোচনা হয়েছে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের আলোচনা বন্ধুত্বপূর্ণ হয়েছে। আমরা মনে করি আজ থেকে এই আলোচনা আরও চালিয়ে যাব। আজ যেসব কথা বলেছি সেগুলো কাজে পরিণত করবো।’

ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের বিচার পদ্ধতিতে আইনমন্ত্রীর ভূমিকা ও অগ্রগতি প্রশংসনীয়। বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ সর্ব সাধারণের জন্য আমাদের সহযোগিতা থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিচারিক পদ্ধতি প্রায় এক। এতে করে আমরা একে অপর থেকে শিখতে পারবো এবং আরও কাজ করতে পারবো। দুই দেশের মধ্যে পারস্পারিক সহযোগিতার জন্য কোনও প্রতিবন্ধকতা নেই।’

এক প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন, ‘করোনার মধ্যেও বাংলাদেশের বিচার বিভাগ বিচারিক কাজে যে অগ্রণী ভূমিকা রেখেছে তা প্রশংসনীয়।’ এর আগে ভারতীয় হাই কমিশনারের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেন আইনমন্ত্রী আনিসুল হক।