• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ বঙ্গবন্ধুকে উৎসর্গ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তার মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপও ছিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে শেষ পর্যন্ত বাতিল হয়েছে সেসব পরিকল্পনা। তবে বাংলাদেশ-নেপালের মধ্যকার প্রীতি ম্যাচ দিয়ে সেই পরিকল্পনা কিছুটা হলেও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাফুফে। দুটি ম্যাচই উৎসর্গ করা হবে জাতির জনকের নামে। রবিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এই ম্যাচ দুটি আমরা জাতির জনককে উৎসর্গ করতে চাচ্ছি। আমাদের অনেক কিছু করার পরিকল্পনা ছিল। চার-পাঁচটা আন্তর্জাতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম। কিন্তু কোভিড-১৯ এর কারণে তা আর সম্ভব হয়নি।’

স্বাধীনতা যুদ্ধে ভারতে ফুটবল খেলে ভূমিকা রেখেছিলেন সালাউদ্দিন-নওশেরসহ আরও অনেকে। সেই স্মৃতি রোমন্থন করে সালাউদ্দিন আরও বলেছেন, ‘ফুটবলাররা শুধুমাত্র বঙ্গবন্ধুর ডাকে সরাসরি যুদ্ধে গেছে। আমরা করোনাকে হার মানিয়ে মুজিব শতবর্ষ প্রোগ্রাম করবো। তারই ধারাবাহিকতায় সরকারের সব নিয়ম-কানুন মেনে ফিফা থেকে অনুমতি নিয়ে বাংলাদেশ-নেপাল ম্যাচ আয়োজন করছি। আশা করছি, সাফল্যের সঙ্গে সেটি শেষ করতে পারবো।’

প্রসঙ্গত, আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।