• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

বঙ্গবন্ধু সারাজীবন মানুষের কাছে চিরস্মরনীয় হয়ে থাকবেন- চীফ হুইপ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ মার্চ ২০২১  

শিবচর প্রতিনিধিঃ জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেছেন,'জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন মানুষের কাছে চিরস্মরনীয় হয়ে থাকবেন। কারণ বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না।'

শুক্রবার(৫ মার্চ) সকাল দশটার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মাদারীপুর পর্বের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন,'বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশ স্বাধীন হতো না আর তেমনি শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ উন্নত বাংলাদেশ হতো না। যার নেতৃত্বে এই বাংলাদেশ আমরা পেয়েছি। সে শত বছর না সে সারাজীবন বাংলাদেশের মানুষের কাছে চীর স্মরনীয় হয়ে থাকবে। ইনশাল্লাহ জাতির পিতার অসমাপ্ত কাজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্পন্ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা গড়ে তুলবো।'

চিফ হুইপ আরো বলেন,'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপের কারণেই পদ্মাসেতুর কাজ আজ শেষের পথে। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা এই পদ্মাসেতুর পাড়ে অনুষ্ঠিত হওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।'

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতার মাদারীপুর অংশের আয়োজন পদ্মাসেতুর পাড়ে জাজিরা পয়েন্টের টোলপ্লাজায় অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে সেনা বাহিনীর ৯ম পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া এর সার্বিক সহযোগিতায় ৫ টি গ্রুপে মাদারীপুর জেলার চারটি উপজেলার প্রায় ৪ হাজার প্রতিযোগি ৫ কিলোমিটার দৌড়ে অংশগ্রহন করেন।

জানা গেছে, পদ্মাসেতুর জাজিরা পয়েন্টের টোলপ্লাজা থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে পাঁচ কিলোমিটার পথ গিয়ে ইউটার্ন হয়ে আবার টোলপ্লাজায় এসে শেষ হয়। পরে পাঁচটি গ্রুপে ৩ জন করে বিজয়ী ১৫ জনকে পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লে. কর্ণেল মো. ফারুক আহমেদ ভূঁইয়া (পিএসসি, অধিনায়ক ৮ বীর, ৯ম পদাতিক ডিভিশন), মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, মাদারীপুর সদর ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস ও মো. মেহেদী হাসান সহ অন্যরা।