• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক ফসিউল্লাহ্

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. ফসিউল্লাহকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) পদে বদলিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেয়।

এর আগে তিনি সরকারের একজন অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৪ সালের ১৯শে নভেম্বর ব্যানবেইসের পরিচালক পদে যোগদান করেন তিনি এবং ২০১৮ সালের ৪ঠা জুন তিনি ব্যানবেইসের মহাপরিচালক পদে যোগদান করেন।

ব্যানবেইসে যোগ দেওয়ার আগে তিনি আইসিটি বিভাগের আওতায় ইনফো সরকার ফেস-২ এর উপ-প্রকল্প পরিচালক ২০০৭-২০১২ পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ইউনেস্কোর ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ময়মনসিংহ জেলার সন্তান ফসিউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নবম ব্যাচের সদস্য হিসেবে ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন।