• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

প্রাইভেটকারসহ ভুয়া র‌্যাব কর্মকর্তা আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

মাদারীপুরের রাজৈরে মেজর পরিচয়দানকারী এক ভুয়া র‌্যাব কর্মকর্তাকে প্রাইভেটকারসহ আটক করেছে র‌্যাব।

রোববার রাতে উপজেলার টেকেরহাট বন্দরের শিমুল তলায় অভিযোন চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ৩ সেট সেনাবাহিনীর ইউনিফর্ম, সেনাবাহিনীর বিভিন্ন প্রকার সরঞ্জামাদি, কুরিয়ার সার্ভিসে মেজর রকিবুজ্জামান নামে পাঠানো একটি পার্সেল, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।  

আটক রাকিবুজ্জামান জেলার কালকিনি উপজেলার চরঠেঙ্গামারা গ্রামের মো. মালেকুজ্জামানের ছেলে।

র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অ্যাডিশনাল এসপি মোহাম্মদ তাজুল ইসলাম জানান, রকিবুজ্জামান নিজেকে সেনাবাহিনীর মেজর এবং বর্তমান র‌্যাব কর্মকর্তার পরিচয় দিয়ে জনগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তাকে মাদারীপুরের রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।