• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

পৃথিবীর দিকে ধেয়ে আসছে মানুষের মাথার খুলির মতো গ্রহাণু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯  

গ্রহাণু নিয়ে চমকের শেষ নেই। একেক গবেষণায় উঠে আসে একেক রকমের গ্রহাণুর ছবি। কখনো এলিয়েন আবার কখনো আগুনের গোলার মতো গ্রহাণুর সন্ধান পাওয়া যায়। সম্প্রতি এক অবিশ্বাস্য গ্রহাণুর চিত্র প্রকাশ্যে এলো, যা দেখে বিজ্ঞানীরাও বিস্মিত! একেবারে মানুষের মাথার খুলির মতো দেখতে সেই গ্রহাণু।

জানা যায়, গ্রহাণুটি সাতশ মিটার চওড়া। পৃথিবীর কক্ষপথ থেকে এক লাখ ২৫ হাজার কিলোমিটার দূর দিয়ে গিয়েছিল এই খুলির মতো দেখতে গ্রহাণুটি। ২০১৫ সালের হ্যালোইনের সময় প্রথম দেখা যায় এটি। বিজ্ঞানীদের দু’বছরের গবেষণায় উঠে আসে এক অবিশ্বাস্য চিত্র।

২০১৫ সালের পর আবার চলতি বছরের নভেম্বরে সেই দৃশ্য দেখা যেতে চলেছে। পৃথিবীর সঙ্গে চাঁদের যে দূরত্ব, সেই দূরত্বেই অবস্থান করবে গ্রহাণুটি। মহাকাশচারীরা বলছেন, এটি তার কক্ষপথে ২.৯৪ ঘণ্টায় ঘুর্ণন সম্পন্ন করে।

বিজ্ঞানীরা বলছেন, প্যান-স্টারস টেলিস্কোপে চোখ রাখতেই এই খুলির মতো দেখতে গ্রহাণুটি ধরা পড়েছে। বিশেষ গ্রহাণুটির নাম টিবি-১৪৫। তবে, আগের বারের চেয়ে এটি পৃথিবীর কক্ষপথের অনেক কাছাকাছি আসতে চলেছে। গ্রহাণুটি একেবারে গাঢ় ছাই রংয়ের মতো দেখতে।