• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

পুরুষদের জন্য সিল্ক, লাল ও হলুদ কাপড় নিষিদ্ধ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

 

ঈদ বা অন্য কোনো উপলক্ষে ছেলেদের পোশাকের দোকানগুলোতেও ভিড় কম থাকে না। পছন্দের তালিকার শীর্ষে স্থান পায় সিল্ক বা রেশমের পাঞ্জাবি। ছোট থেকে বড়, বড় থেকে বুড়ো সব বয়সের পুরুষদেরই দেখা যায় সিল্কের পাঞ্জাবি পরতে। অথচ আমরা হয়তো জানি না যে, সিল্কের পোশাক পুরুষের জন্য হারাম।

সাইয়িদুনা আলি (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবি (সা.) আমাকে একজোড়া রেশমি কাপড় দিলেন। আমি তা পরিধান করলাম। এতে নবিজির মুখমণ্ডলে গোস্বার ভাব ফুটে উঠল। ফলে আমি তা মহিলাদের মাঝে ভাগ করে দিয়ে দিলাম। [সহিহ বুখারি : ২৬১৪, মুসনাদে আহমদ : ১১৭১] 

সাইয়িদুনা আলি (রা.) বলেন, আমি রাসুলুল্লাহকে দেখেছি, তিনি ডান হাতে রেশম ধরলেন এবং বাম হাতে স্বর্ণ, এরপর বললেন, ‘আমার উম্মতের পুরুষদের জন্য এ দুটি বস্তু হারাম।’ [আবু দাউদ : ৪০৫৭, নাসায়ি : ৫১৪৪,ইবনু মাজাহ : ৩৫৯৫]

রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, ‘আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আসবে, যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে।’ [সহিহ বুখারি : ৫৫৯০]

পুরুষদের জন্য গাঢ় হলুদ ও লাল জামা পরার ব্যাপারেও হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। লাল ও হলুদ রঙের পাঞ্জাবিও এড়িয়ে চলতে হবে। রাসুলুল্লাহ (সা.) সাইয়িদুনা আলিকে দুটি হলুদ রঙের কাপড় পরা অবস্থায় দেখলেন। তিনি তখন বললেন, ‘এই রং কাফিরদের জন্য, এই রঙের কাপড় পরিধান করো না।’ [সহিহ মুসলিম : ২০৭৭]

উমার (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (রা.) আমাদের লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন।’ [ইবনু মাজাহ : ৩৫৯১]

তবে শুধু এক কালারের লাল না হয়ে যদি লালের মাঝে অন্য রঙের স্ট্রাইপ বা চেক থাকে তাহলে সেটা পরা জায়েয আছে। তারপরও তাকওয়ার খাতিরে লাল ও হলুদ রং সম্পূর্ণ এড়িয়ে চলাই উত্তম।