• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির দায়ে আটক ৩

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ মে ২০২১  

নাটোরের নলডাঙ্গা থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অভিযোগে সাজেদুর রহমান (৩১), লিটন কুমার সরদার (২৭) ও মো. রবিন ওরফে রাকিব (১৭) নামে তিনটি কম্পিউটার দোকানিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

শনিবার (৮ মে) সকালে র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এর আগে শুক্রবার (৭ মে) দিনগত রাতে নলডাঙ্গা উপজেলার মির্জাপুর, নসরতপুর ও মমিনপুর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তিনটি সিপিইউ, সাতটি হার্ডডিক্স ও নয়টি কার্ড রিডার জব্দ করা হয়।

আটক এস আর কম্পিউটারের স্বত্বাধিকারী সাজেদুর রহমান উপজেলার মির্জাপুর গ্রামের মো. আরসাদ আলীর ছেলে, লিটন কম্পিউটারের স্বত্বাধিকারী লিটন কুমার সরদার মোমিনপুর গ্রামের ধানাই সরদারের ছেলে এবং রবিন কম্পিউটারের স্বত্বাধিকারী মো. রবিন তেঘরপাড়া এলাকার মো. লোকমান হোসেনের ছেলে।

সিপিসি-২, র‍্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান, আটকরা পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এব্যাপারে নলডাঙ্গা থানায় একটি মামলা করা হয়েছে।