• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

পদ্মায় নদী ভাঙ্গন রোধে জিও ব্যাগ ডাম্পিং নির্দেশ চীফ হুইপের

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ অক্টোবর ২০১৯  

 

পদ্মায় পানি কমতে  থাকায় মাদারীপুরের শিবচরে ভাঙ্গনের ব্যপকতা বেড়েছে। গত ২৪ ঘন্টায় উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭৭ নং কাঁঠালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, অন্তত ২০ টি ঘরবাড়ি, ৪ টি দোকানসহ বিভিন্ন স্থাপনা পদ্মা নদীগর্ভে  বিলীন হয়ে গেছে। এর আগে স্কুল সংলগ্ন একটি ব্রীজ ও রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ওই এলাকায় জিও ব্যাগ ডাম্পিং এর নির্দেশ দিয়েছেন৷   

জানা যায়, পদ্মা নদীর পানি কমতে থাকায় উপজেলার চরজানাজাত, কাঁঠালবাড়ি, বন্দরখোলা ইউনিয়নে নদী ভাঙ্গনের ব্যপকতা বেড়েছে।  গত ২৪ ঘন্টায় কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭৭ নং কাঁঠালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, অন্তত ২০ টি ঘরবাড়ি, ৪ টি দোকানসহ বিভিন্ন স্থাপনা পদ্মা নদীগর্ভে  বিলীন হয়ে গেছে। এর আগে স্কুল সংলগ্ন একটি ব্রীজ ও রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত কয়েকদিন আগে নদী ভাঙ্গনে একটি ৩ তলা স্কুল ভবন, মাদ্রাসা, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ভবনসহ আড়াই শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। চলতি বছরই প্রথমদফা নদী ভাঙ্গনে উপজেলার চরজানাজাত, কাঁঠালবাড়ি, বন্দরখোলা, সন্নাসীরচর ইউনিয়নসহ চরাঞ্চলের ৪ টি ইউনিয়নের  হাজারো ঘরবাড়ি, হাট বাজার, ব্রীজ কালভার্ট নদীতে বিলীন  হয়। ভাঙ্গন এলাকায় শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এখনো ভাঙ্গন ঝুকিতে রয়েছে ৪ টি স্কুল, ইউনিয়ন পরিষদ ভবন, হাসপাতালসহ অসংখ্য ঘরবাড়ি। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নির্দেশে  ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ডাম্পিং ও ত্রান কার্যক্রম অব্যাহত রয়েছে।

শিবচর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, ভাঙ্গনের ভয়াবহতা অনেক বেশি। ৭৭ নং কাঁঠালবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়টির পুরাতন ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। ইউএনও স্যারসহ আমরা ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছি। চীফ হুইপ মহোদয়ের নির্দশে ৫ শ জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে।