• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

নির্বাচনকে সামনে রেখে শিবচরে পুলিশের ‘ব্লক রেইড’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ জুন ২০২১  

শিবচর প্রতিনিধিঃ

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর জেলার শিবচরে 'ব্লক রেইড' এর মাধ্যমে অভিযান শুরু করেছে পুলিশ। সোমবার রাতে শিবচরের প্রত্যন্ত এলাকায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ এ অভিযানে অংশ নেয়। রাতভর অভিযানে কাউকে আটক করা যায়নি। তবে দশটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শিবচর থানা সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এর নেতৃত্বে 'ব্লক রেইড' এ নামে পুলিশ। এসময় জেলা পুলিশ, শিবচর থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম শিবচরে ব্লক রেইড চালায়। রাত তিনটা পর্যন্ত উপজেলার বাঁশকান্দি, দ্বিতীয়াখন্ড, কাদিরপুর, কুতুবপুর,মাদবরেরচর ইউনিয়নে একাধিক দলে ভাগ হয়ে এ অভিযান চালানো হয়। এ সময় কাগজপত্র না থাকায় ১০ টি মোটর সাইকেল জব্দ করে পুলিশ। অভিযানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, এহসানুর রহমান ভূঁইয়া, মোঃ মনিরুজ্জামান, সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আল মামুন, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাতসহ ৬০ সদস্যের একটি টিম। অপরাধী ধরতে নিয়মিত পুলিশের 'ব্লক রেইড' চলবে বলে জানা গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন বলেন,'গতরাতে ৫ টি ইউনিয়নে পুলিশ সুপার সারের নেতৃত্বে আমাদের অভিযান চলে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখতে প্রতিনিয়ত এই অভিযান চলবে।'

মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, 'আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শিবচরে সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।  আগামী ২১ তারিখ শিবচরে ১৩ টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।'

তিনি আরো জানান,'আমাদের গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে আমরা জানতে পেরেছি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বহিরাগতদের আগমন ঘটেছে। নির্বাচনকে সামনে রেখে অরাজকতা মূলক কিছু ঘটানোর জন্যই বহিরাগতরা আসতে পারে। এছাড়া বিভিন্ন মামলার আসামী ,ওয়ারেন্টভুক্ত আসামী ও সন্ত্রাসীদের ধরতে এ অভিযান চলছে। নির্বাচন পর্যন্ত এ অভিযান চলবে। এছাড়াও আমরা ২টি ইউনিয়ন ভিত্তিক একটি করে পুলিশের টিম গঠন করে দিয়েছি। যারা সার্বক্ষনিক কাজ করছে।'