• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

নিম্নআয়ের লোকের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে নৌবাহিনী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

দেশে করোনাভাইরাস সংক্রমণরোধে বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের কাছ থেকে সংগ্রহ করা রেশন নিম্নআয়ের লোকজনের কাছে ত্রাণ হিসেবে পৌঁছে দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম নগরের টাইগারপাস, লালখান বাজার, দেওয়ান হাট সংলগ্ন রেললাইনের পাশের বস্তি ও তৎসংলগ্ন এলাকার কর্মহীন নিম্নআয়ের মানুষের মধ্যে চাল, ডাল, তেল, লবণ, চিনি ও সাবান বিতরণ করা হয়।

এ ছাড়া চট্টগ্রাম নৌবাহিনীর দায়িত্বে থাকা ভোলা, মনপুরা, হাতিয়া, সন্দ্বীপ, টেকনাফ, মহেশখালী এলাকায় স্থানীয় জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করা, বিভিন্ন দুর্গম এলাকায় ভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা, বিদেশফেরত নাগরিকদের কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।

দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এ কার্যক্রম চলমান থাকবে।