• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

নাশকতা করতে গোপন বৈঠকে বসেছিল জামায়াতের ২৫ কর্মী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০  

কুষ্টিয়ায় জামায়াতের ২৫ নারী কর্মী ‘নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক’ করছিল। খবর পেয়ে তাদের আটক করেছে পুলিশ। শনিবার রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বাজার মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঝাউদিয়া ইউনিয়ন নারী জামায়াতের আমির সাজেদা বেগম, ঝাউদিয়া মসজিদের ইমাম মোকাররম হোসেনের স্ত্রী সুরাইয়া বেগম, মজনুর স্ত্রী আছিয়া, জিকোর স্ত্রী শেফালী, মশিউর চৌধুরীর স্ত্রী জান্নাতুল, আরিফুল ইসলামের স্ত্রী ইসমত আরা, মুরাদ হোসেনের স্ত্রী পারভিন, শফিকুল ইসলামের স্ত্রী নাজমুন নাহার, লাবু খানের স্ত্রী জরিনা খাতুন, জাহাঙ্গীরের স্ত্রী নার্গিস, আব্দুর রহমানের স্ত্রী হাজেরা খাতুন, জালাল মোল্লার স্ত্রী নাজিরা খাতুন, আবু বক্করের স্ত্রী ডলি খাতুন, সাত্তারের স্ত্রী হাজেরা খাতুন, শিলা মণ্ডলের স্ত্রী জোছনা, আক্কাস আলীর স্ত্রী বিজলী, গোলাপ মণ্ডলের স্ত্রী হাশিয়া, জালালের স্ত্রী শিলা। বাকি সাতজনের পরিচয় জানা যায়নি।

ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান রতন দাবি করেন, করোনার সময় জনসংযোগে নিষেধাজ্ঞা থাকলেও আটক নারী জামায়াত কর্মীরা গোপনে নাশকতার উদ্দেশ্যে জমায়েত হয়ে বৈঠক করছিল। খবর পেয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।