• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

নানা আয়োজনে মাদারীপুর হানাদার মুক্ত দিবস পালন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৯  

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচী পালন করে।

গতকাল সকালে মাদারীপুর পুরান বাজার আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য বিজয় র‌্যালী ও শহীদ সরোয়ার হোসেন বাচ্চুর কবরে পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মোনাজাত করা হয়।

এ সময় আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক গণভোজের আয়োজন করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জাহাঙ্গীর কবির বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইহিতাস জানতে হবে। কেননা মুক্তিযোদ্ধা ইতিহাস এতটাই মর্মার্থ বহন করে যা মানুষের মনকে প্রতিবাদী হিসাবে গড়ে তোলে। মানুষ ন্যায়ের পথে সংগ্রাম শুরু করে। তাই আমাদের এ অর্জন নতুন প্রজন্মকে জানাতে সকলের সহযোগিতা কামনা করছি।