• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

নদীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার জব্দ ও এক লাখ টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মিঠু হাওলাদারের একটি ড্রেজার মেশিন জব্দ ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে আড়িয়াল খাঁ নদের মহিষেরচর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদে বিভিন্ন অংশে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল মিঠু। বালু উত্তোলনের ফলে নদীর দুই পাড়েই ভাঙন দেখা দেয়। বিলীন হতে শুরু করে স্থাপনা ও ফসলি জমি। স্থানীয়রা বিষয়টি জেলা প্রশাসনকে জানালে ইঞ্চিন চালিত একটি ট্রলার নিয়ে আড়িয়াল খাঁ নদে অভিযানে নামে প্রশাসন। অভিযানে বালু তোলা অবস্থায় একটি ড্রেজার মেশিন জব্দ করে। এ সময় ড্রেজারে থাকা শ্রমিকেরা নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, ‘আমরা ট্রলার নিয়ে আড়িয়াল খাঁ নদে অভিযান পরিচালনা করি। এ সময় অবৈধ ভাবে বালু উত্তোলন করছিল একটি ড্রেজার। আমরা ওই ড্রেজারটি জব্দ করি এবং ড্রেজার মালিকের কাছ থেকে নগদ এক লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করি।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ড্রেজার মেশিনটি পাঁচখোলা ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হাওলাদারের জিম্মায় রাখা হয়েছে। অবৈধ এই ড্রেজারটি কিছু দিনের মধ্যে নিলামে উঠানো হবে। পর্যায়ক্রমে জেলার সব নদ-নদীতে এ ধরণের অভিযোন চালাবে।’