• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

নকল এন-৯৫ মাস্ক বাজারজাত করায় ৫ লাখ টাকা জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২০  

নকল এন-৯৫ মাস্ক মজুদ ও বাজারজাত করায়  রাজধানীর উত্তরায় জাহানারা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের দুই মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়ছে।

দুজনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উত্তরা পশ্চিম থানা এলাকার ৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ৫/এ ভবনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। 

আদালত পরিচালনা করেন র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সারওয়ার আলম বলেন, উত্তরায় জাহানারা এন্টারপ্রাইজ নামে একটি অফিসে বিপুল পরিমাণ মাস্ক পাওয়া গেছে। এন-৯৫ বলে বাজারজাত করা হচ্ছিল। কিন্তু এগুলো এন-৯৫ মাস্ক নয়। বাজারে সংকট তৈরি হবে ভেবে আমরা মাস্কগুলো জব্দ না করে কিছু নমুনা রেখেছি। জাহানারা এন্টারপ্রাইজের দুই মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।