• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

দেশেই করোনার টিকা উৎপাদন করা হবে- চিফ হুইপ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ মে ২০২১  

শিবচর প্রতিনিধিঃ দেশেই করোনার টিকা উৎপাদন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী। শুক্রবার (৩০ এপ্রিল) সকালে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে ঈদ উপলক্ষে হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভিজিএফ’র নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় চিফ হুইপ বলেন,' দেশেই করোনার টিকা উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। যখন পৃথিবীর অনেক দেশ করোনার টিকা দিতে পারেনি, তখন থেকেই দেশে করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। ভারত থেকে বাংলাদেশ সরকার টিকা সংগ্রহ করতো। ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় টিকা সংগ্রহ নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছেন।'

চিফ হুইপ আরো বলেন,'করোনা মোকাবেলা করেই দেশের চলমান উন্নয়ন ও অর্থনীতি গতিশীল রাখতে হবে। সবাইকে মাস্ক পড়ে সামাজিক দূরত্ব মানতে হবে। ভ্যাকসিন দেয়ার সুযোগ আসলে সবাইকে ভ্যাকসিন দিতে হবে।'

শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ, শিবচর উপজেলায় ২৬ হাজার ২২ জন হতদরিদ্র পরিবারকে মোট ১১ কোটি ৭ লাখ ৯ হাজার ৯শ’ টাকার নগদ সহায়তা প্রদান করা হবে। শুক্রবার সকালে সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধর করেন চিফ হুইপ নূর ই আলম চৌধুরী।