• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

দুর্যোগের সময় বাসায় নামাজেই জামাতের সওয়াব

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

মহামারি বা দুর্যোগের সময় মসজিদের পরিবর্তে বাসায় অবস্থান করে নামাজ আদায় করলেও জামাতে নামাজ আদায় করার সওয়াব পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট দুই আলেম। ইসলামের এ দৃষ্টিভঙ্গি অনুযায়ী করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কময় এ সময়ে মসজিদে ভিড় না করে ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুসারে বাসায় অবস্থান করে নামাজ আদায় করার আহ্বান জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে ওলামা মাশায়েখ ঐক্যপরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হালিম সিরাজী বলেন, ‘রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জামাতে নামাজ পড়তে পারেন না। তবে আলাদাভাবে নামাজ পড়লেও জামাতের সওয়াব তিনি পেয়ে যাবেন। হাদিসে আছে, শীত বা অন্য দুর্যোগের সময় মসজিদে না আসতে পারলে বাসায় নামাজের ব্যাপারে বলেছেন রাসুল (সা.)। সে অনুযায়ী বর্তমান করোনা পরিস্থিতিতে মসজিদের পরিবর্তে বাসায় নামাজ পড়ার সুযোগ আছে।’

একই বিষয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান বলেন, ‘জামাতে হোক আর আলাদাভাবে নামাজ আদায় করা হোক, সওয়াব দেওয়ার দায়িত্ব মহান আল্লাহর। বর্তমান পরিস্থিতিতে মসজিদে না এসে বাসায় নামাজ পড়লে আল্লাহ অবশ্যই জামাতের সওয়াব দিতে পারেন।’

এদিকে গত শুক্রবার জুমার নামাজের আগে গত বুধ ও বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদে সীমিতসংখ্যক মুসল্লির উপস্থিতিতে জামাত আদায় করার আহ্বান জানানো হয়। অসুস্থ, বিশেষ করে হাঁচি-কাশি, সর্দি জ্বর আক্রান্ত ব্যক্তি, অতি বয়স্ক ও বিদেশফেরতদের মসজিদে যাওয়া থেকে বিরত থাকা, অন্যদেরও ব্যক্তিগত সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করে মসজিদে শুধু ফরজ নামাজের জামাতে অংশ নিতে আহ্বান জানানো হয়। এরপর শুক্রবার সকালে অনেক মসজিদ থেকেও এই আহ্বান জানিয়ে মুসল্লিদের সতর্ক করা হয়। দেশের শীর্ষ আলেমদের মতামতের পরিপ্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন এই আহ্বান জানায়। তবে এত সব কিছুর পরও বেশির ভাগ মুসল্লি এসব নির্দেশনা মানছেন না।