• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

তাবিথ-ইশরাকের জনপ্রিয়তা শুধু পোস্টারেই!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

ফেসবুক-ইউটিউবে হাজার হাজার লাইক-শেয়ার। অথচ বাস্তবে জনসমর্থন শূন্যের কোঠায় ঢাকা সিটি করপোরেশেন নির্বাচনে বিএনপি দুই মেয়রপ্রার্থীর। এরপরও তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন বলছেন, জয়ের মালা তাদেরই হবে। ‘পোস্টার বয়’ তাবিথ ও ইশরাকের এমন ভার্চুয়াল জনপ্রিয়তার দাবিকে বোকামিও বলছেন অনেকে।

এই দুই তরুণ ও মাঠের রাজনীতিতে শিক্ষানবিশ মেয়রপ্রার্থীদের নিয়ে রীতিমত চিন্তিত বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ।

তারা বলছেন, ফেসবুক-ইউটিউবে টাকার বিনিময়ে প্রমোশন করে হয়তো হাজার হাজার লাইক-কমেন্ট-শেয়ার কামানো যায়, কিন্তু জনসমর্থন পেতে হলে মানুষের কাছে যেতে হয়। তাদের হয়ে কাজ করতে হয়। বিপদে-আপদে পাশে দাঁড়িয়ে তাদের চোখের জল মুছে দিতে হয়, তবেই না ব্যালট বক্সে ভোট পড়বে। মানুষ দু’হাত তুলে দোয়া করবে। নির্বাচনে জয়ী করে নেতৃত্বে আনবে। এসব না করে অনলাইনে বেশি অ্যাক্টিভ থেকেও লাভ হবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অবৈধ টাকার জোরে পোস্টার-ব্যানার ছাপিয়ে আপনি নগরীতে নিজের অবস্থান জানান দিতে পারেন। কিন্তু ভোট পেতে হলে আপনাকে মানুষের মনে স্থান পেতে হবে। যেটা আপনার কর্মেই প্রকাশিত হবে। কিন্তু সেটা সিটি নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেই। তারা পূর্ণরূপে জনসমর্থনহীন। তাদের অস্তিত্ব কেবল পোস্টার-ব্যানারেই। এ কারণেই নির্বাচনে তাদের ভরাডুবি সন্নিকটে।

দলীয় জ্যেষ্ঠ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকদের কথার ‘সত্যতা’ জানতে যোগাযোগ করা হয় ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালের সঙ্গে।

ইশরাক হোসেন অভিযোগ অস্বীকার করে এই প্রতিবেদককে বলেন, শুধু অনলাইন নয়-বাস্তবেও আমার জনসমর্থন তুঙ্গে। ইনশাল্লাহ জয় সুনিশ্চিত। আর দল থেকে যারা অভিযোগ করছেন, তারা আসলে বিএনপির কর্মীই নন। দলের ভেতরে ঘাপটি মেরে বসে আছেন ‘রাজাকার’ হয়ে। সুযোগ খুঁজছেন ঝোপ বুঝে কোপ মারার।

তাবিথ আউয়াল বলেন, নির্বাচনের মাঠ ঘুরে দেখেছি মানুষ আমাকে কতটা চায়। অনলাইনের মত মাঠেও জনপ্রিয়তায় আমি এগিয়ে। বিএনপির কর্মীরা যদি নিজেদের বিরোধিতা করা থেকে বিরত থাকে, তবেই জয় নিশ্চিত। নতুবা জাতীয় সংসদ নির্বাচনের মত পরাজয় নিশ্চিত।