• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

তরুণদের খেলাধুলার মধ্যেই সমাজের আনন্দ- আবদুস সোবহান গোলাপ এমপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার নির্ধারিত সময়ে উভয় দলে ১-১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে ধ্বজী আল-হেলাল একাদশ ৪-১ গোলে কালকিনি কলেজ রোড একাদশকে পরাজিত করে।
শহীদ বকবুল স্মৃতি সংঘের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে কালকিনি উপজেলার গোপালপুর মাঠে এ টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রয়ী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
এ সময় সাংসদ গোলাপ বলেন, ‘তরুণদের খেলাধুলার মধ্যেই সমাজের আনন্দ। আমাদের প্রধানমন্ত্রী  শেখ হাসিনা সে একজন ক্রিড়াপ্রেমী মানুষ। তিনি দেশকে উন্নত বিশে^র মতো করে সাজাতে কাজ শুরু করেছেন। তার দেখানো পথে আমরা চলছি। তাই কালকিনির উন্নয়নে জন্য আমাকে আপনারা সব সময়ই পাশে পাবেন।’
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান সরদার মো. শহিদুল ইসলাম, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম হানিফ, গোপালপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা প্রমুখ।