• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ঢাকার চারপাশের নদীতীর রক্ষার কাজ পরিদর্শনে নৌপ্রতিমন্ত্রী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ জুলাই ২০২০  

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উচ্ছেদ পরবর্তী ঢাকার চারপাশের নদীতীর রক্ষার কাজ পরিদর্শন করেছেন। এ সময় বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার সকালে সাংবাদিকদের নিয়ে জাহাজে আশুলিয়ার বিরুলিয়া সেতু পর্যন্ত পরিদর্শন করেন তারা। অবৈধ দখলদারদের উচ্ছেদ শেষে, তীর রক্ষার কাজের অগ্রগতি সরেজমিন ঘুরে দেখেন নৌপ্রতিমন্ত্রী। কাজ দ্রুত শেষ করার বিষয়ে নানা পরামর্শ দেন তিনি।

এ সময় নৌপ্রতিমন্ত্রী নদীর জায়গা ফের দখলের চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন। বিরুলিয়া সেতুর পাশ থেকে ঢাকার চারপাশের নদীতীরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার।