• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ডেঙ্গু রোধে শিবচর থানা পুলিশের কার্যক্রম শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

মাদারীপুর প্রতিনিধি: পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার,নিজ আঙ্গিনা পরিস্কার রাখি,ডেঙ্গু থেকে নিরাপদ  থাকি এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচর থানার সদ্য যোগদানকারি ওসি মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে বুধবার সকালে উপজেলার সমস্ত গ্রাম পুলিশ (চকিদার) দের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে বিশাল একটি র‌্যালী শিবচর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিবচর থানার আঙ্গিনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, শিবচর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন. শিবচর থানার পুলিশ পরিদর্শক আমির হোসেনসহ শিবচর থানা পুলিশের সদস্যগণ।
এবিষয়ে শিবচর থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গুরোধে সচেতন হওয়ার বিকল্প নেই। গ্রাম পর্যায় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধের সচেতন হওয়ার বার্তা পৌছে দিতেই আজ গ্রাম পুলিশদের নিয়ে সচেতনামূলক আলোচনা ও র‌্যালী করেছি। আমাদের এই  ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূল ক্যাম্পেইন অব্যাহত থাকবে।