• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ট্রাস্ট করে ভাষা সংরক্ষণ-উন্নয়নের উদ্যোগ, হচ্ছে আইন ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

ডিসেম্বর-জানুয়ারিতে ঢাকায় ডি-৮ ঢাকা সামিট

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে ঢাকায় ডি-৮ সামিট অনুষ্ঠিত হবে। তবে করোনা ভাইরাসের কারণে এই সামিট হবে ভার্চ্যুয়াল ফর্মে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

অনলাইনে গত ১১ আগস্ট ডি-৮ এর কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে কো-চেয়ার ছিলেন তুরস্কের উপপররাষ্ট্র মন্ত্রী ফারুক কাইমাকসি ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এতে উপস্থিত ছিলেন ডি-৮ এর সেক্রেটারি জেনারেল জাফর কু সারি।

সভায় চলতি বছর ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে ভার্চ্যুয়ালি ঢাকায় ডি-৮ সামিট অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামিটে রোহিঙ্গা ক্যাম্প ভার্চ্যুয়ালি দেখানো হবে।

ডি-৮ এর ঢাকা সামিটের মধ্যে দিয়ে বাংলাদেশ সংস্থাটির পরবর্তী চেয়ারম্যানশিপ গ্রহণ করবে। ১৯৯৭ সালে অর্থনৈতিক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা ডি-৮ প্রতিষ্ঠা করা হয়। এই জোটের সদর দপ্তর তুরস্কে। ডি-৮ সদস্য দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।