• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১  

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ। একই সঙ্গে বাংলাদেশে ডায়াবেটিক সমিতির ৬৫তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে সমিতির পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচি নেয়া হয়েছে। সমিতির পরিচালক ফরিদ কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘কোভিড ও ডায়াবেটিস, প্রতিরোধে বাঁচবে জীবন’।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল সাড়ে ৮টায় রোড (শো-বারডেম কার পার্কিং-এর নিচ থেকে মৎস্য ভবনের মোড়ে অবস্থিত রমনা পার্কের গেট পর্যন্ত) বেলা সাড়ে ১১টায় বারডেম মিলনায়তনে আলোচনাসভা ও আদর্শ ডায়াবেটিক রোগীদের ক্রেস্ট ও অভিনন্দনপত্র প্রদান।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

এছাড়া বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় এবং হ্রাসকৃতমূল্যে হার্ট ক্যাম্প, গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কান্তির বিশেষ সংখ্যা ও সচেতনতামূলক লিফলেট ও পোস্টার প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে।