• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে তিন বদল

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ মার্চ ২০২০  

বাংলাদেশের লক্ষ্য একটাই- হোয়াইটওয়াশড করা। আর জিম্বাবুয়ের চাওয়া সিরিজে অন্তত একটা জয়। এই লক্ষ্য নিয়েই দু’দল মুখোমুখি হয়েছে সিরিজে দ্বিতীয় টি- টোয়েন্টিতে। মিরপুরে সিরিজের শেষ এই ম্যাচে বাংলাদেশ টসে জিতে বোলিং বেছে নিয়েছে। চলতি সিরিজে সীমিত ওভারের ম্যাচে এই প্রথম কোন ম্যাচে বাংলাদেশ রান তাড়া করার সুযোগ পাচ্ছে।

এই ম্যাচে বাংলাদেশ একাদশে তিনটি বদল নিয়ে নামছে। নিয়মিত ওপেনার তামিম ইকবালকে সিরিজ শেষের এই ম্যাচে বিশ্রাম দেয়া হয়েছে। তার জায়গায় খেলছেন তরুণ ওপেনার নাঈম শেখ। লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের পরিবর্তে এই ম্যাচে খেলছেন পেসার হাসান মাহমুদ। বাংলাদেশের জার্সি গায়ে এই ম্যাচে অভিষেক হচ্ছে হাসান মাহমুদের। আগের ম্যাচে খেলা আরেক পেসার শফিউল ইসলামের জায়গায় এসেছেন আল আমিন হোসেন।

সিরিজের শেষ ম্যাচে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করার জন্যই একাদশে এই বদল এনেছে বাংলাদেশ। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে নামবেন নাঈম শেখ।

চলতি সিরিজে জিম্বাবুয়ে এখন পর্যন্ত কোন ম্যাচে জয় পায়নি। কোন ম্যাচেই হার এড়াতে পারেনি। সিরিজের একমাত্র টেস্ট বাংলাদেশ জিতেছে ইনিংসের ব্যবধানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজও শেষ হয়েছে বাংলাদেশের সাফল্যে ৩-০ তে। ৯ মার্চ দুই ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪৬ রানের বড় ব্যবধানে।

ব্যাটে- বলে-ফিল্ডিংয়ে এখন পর্যন্ত সিরিজ জুড়ে বাংলাদেশ খেলছে পারফেক্ট ক্রিকেট। দাপুটে বাংলাদেশের সামনে জিম্বাবুয়েকে প্রতি ম্যাচেই মনে হচ্ছে অসহায় এক প্রতিপক্ষ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, আল আমিন হোসেন।