• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

জোটে ব্যর্থ, ‘একলা চলো’ নীতিতে বিএনপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০  

জোটের রাজনীতিতে ব্যর্থ হয়ে ‘একলা চলো’ নীতি অনুসরণ করছে বিএনপি। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে ২০ দলকে একপাশে রেখে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সখ্যতা গড়ে তোলে বিএনপি। সময়ের ব্যবধানে এখন ঐক্যফ্রন্ট ও ২০ দল, কারো সঙ্গেই বনিবনা হচ্ছে না বিএনপির। 

এমন জটিলতায় বিএনপি এখন ‘একলা চলো’ নীতি বেছে নিয়েছে। যার ফলে বিভিন্ন সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নেয়াসহ অনেক সিদ্ধান্তই এখন তারা নিচ্ছে জোট শরিকদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই। 

বিএনপি এবং তার দুই জোট ঐক্যফ্রন্ট ও ২০ দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ সংসদীয় আসনের উপ-নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত এককভাবে নিয়েছে বিএনপি। অথচ এর আগে প্রতিটি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে জোটগত সিদ্ধান্ত নেয়া হতো।

দুই জোটের নেতারা বিএনপির সমালোচনা করে বলেন, উপ-নির্বাচনে অংশগ্রহণ করবেন, সংসদে গিয়ে সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন, আবার সরকারকে নিয়ে সমালোচনা করবেন- এ ধরনের দ্বিমুখী রাজনীতি বিএনপিকে আরো বেশি জনবিচ্ছিন্ন করে ফেলবে। যার মাশুল দিতে হবে আগামী দিনের রাজনীতিতে।

এছাড়া, উপ-নির্বাচনে যদি অংশ নেবেই, বিএনপির উচিত ছিল প্রার্থী মনোনয়ন দেয়ার আগে হলেও অন্তত জোট নেতাদের সঙ্গে আলোচনা করা। যাতে ভোটের মাঠে সবাইকে পাশে পাওয়া যায়। তা না করার ফলে দুই জোটের দল বিএনপিকে মাঠে একাই থাকতে হচ্ছে। যার ফলে নির্বাচনের ফলাফলে হচ্ছে বিপর্যয়।

জানতে চাইলে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, উপ-নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে ২০ দলীয় জোটের সঙ্গে বিএনপির কোনো আলোচনা হয়নি। আমি মনে করি, বিএনপির উচিত ছিল প্রার্থী মনোনয়ন দেয়ার আগে জোট নেতাদের সঙ্গে আলোচনা করা। তা না করে তারা মিডিয়ায় বলছেন, জোট তাদের সঙ্গে আছে। তাদের এই বক্তব্যের সঙ্গে আমি একমত নই। কারণ তারা নিজেরা প্রার্থী দেবে, আর আমরা তাদের সঙ্গে মাঠে কাজ করব, সেটা হতে পারে না। সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত হলে অবশ্যই মাঠে থাকতাম।

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এসব উপ-নির্বাচনে বিএনপি এককভাবেই অংশ নিয়েছে। এতে বিএনপি বা জোটের কোনো লাভ হবে না।