• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠভাবে পরিচালনার জন্য বিশেষ কর্মশালা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

শিবচর প্রতিনিধিঃ আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য শিবচরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকদের নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শেখ ফজিলাতুন্নেছা পাইলট উচ্চ বিদ্যালয়ের নূর ই আলম চৌধুরী মিলনায়তনে সোমবার সকাল দশটার দিকে এ কর্মশালা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান এর সভাপতিত্বে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নানা দিক নির্দেশনা দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন,'সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে পরীক্ষা নিতে হবে। কোন রকম অসুদপায় যেন পরীক্ষায় কেউ অবলম্বন করতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। আমরা চাই অনৈতিক সুবিধা ও নকলমুক্ত সুন্দর-সুশৃঙ্খল একটি পরীক্ষা উপহার দিতে।'

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ রায়,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল হক,সাধারণ সম্পাদক একেএম মাসুদুর রহমান সহ কেন্দ্র সচিব,সহকারী কেন্দ্র সচিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দরা।