• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবণ্টন জেনে নিন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ জুন ২০২১  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২০ জুন। ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ইউনিট ভিত্তিক মানবণ্টন জেনে নেয়া জরুরি। এতে প্রস্তুতি নেয়া সহজ হবে।

এ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ)

✒ গণিত – ২২ , 
✒ পদার্থবিজ্ঞান – ২২ , 
✒ রসায়ন – ২২ , 
✒ বাংলা – ৩ , 
✒ ইংরেজি – ৩ , 
✒ বুদ্ধিমত্তা ( বিজ্ঞান বিষয়ক ) – ৮ নম্বর।

বি ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ)

✒ বাংলা – ১০, 
✒ ইংরেজি – ১৫ , 
✒ গণিত – ১৫ , 
✒ সাধারণ জ্ঞান – ২৫ , 
✒ বুদ্ধিমত্তা ( IQ ) – ১৫ নম্বর।

সি ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ব্যতীত)

✒ বাংলা – ১৫ , 
✒ ইংরেজি – ১৫ , 
✒ অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় – ৫০ নম্বর।

সি১ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ)

✒ বাংলা – ১০ , 
✒ ইংরেজি – ১০ , 
✒ অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় – ৬০ নম্বর।

ডি ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)

✒ বাংলা - ৪,
✒ ইংরেজি - ৪, 
✒ রসায়ন - ২৪ , 
✒ উদ্ভিদবিজ্ঞান – ২২, 
✒ প্রাণিবিদ্যা – ২২ এবং 
✒ বুদ্ধিমত্তা (IQ) – ৪ নম্বর।

ই ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) 

✒ বাংলা – ১০ , 
✒ ইংরেজি – ৩০ , 
✒ গণিত – ১৫ এবং 
✒ একাউন্টটিং + ম্যানেজমেন্ট – ২০ নম্বর।

এফ ইউনিট (আইন অনুষদ)

✒ বাংলা – ২৫ , 
✒ ইংরেজি – ২৫ , 
✒ সাম্প্রতিক বিষয় ও বুদ্ধিমত্তা – ৩০ নম্বর।

জি ইউনিট (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ – জেইউ)

✒ বাংলা – ৫,
✒ ইংরেজি – ৩০,
✒ Mathematical Aptitude & IQ – ৩০ ,
✒ সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয় – ১০ এবং 
✒ মৌখিক পরীক্ষা – ৫ [মৌখিক পরীক্ষাতে সর্বনিন্ম ৩৫% নাম্বার পেতে হবে]

এইচ ইউনিট (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)) 

✒ বাংলা – ৫ , 
✒ ইংরেজি – ১৫ , 
✒ গণিত – ৪০ , 
✒ পদার্থবিজ্ঞান – ২০ নম্বর।

আই ইউনিট (বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) 

✒ বাংলা – ১৫ , 
✒ ইংরেজি – ১৫ , 
✒ বিশ্বসাহিত্য – ১০, 
✒ সাধারণ জ্ঞান – ১০, 
✒ সংস্কৃতি – ৫, 
✒ নৃবিজ্ঞান – ৫, 
✒ প্রত্নতত্ত্ব – ৫, 
✒ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ – ১০, 
✒ ইতিহাস-ঐতিহ্য – ৫ নম্বর।

প্রস্তুতির একজন পরীক্ষার্থীর আগে ঠিক করে নিতে হবে কোন ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এরপর বিষয়ভিত্তিক মানবণ্টন দেখে নিয়ে সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।