• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

জানুয়ারিতেই মাগুরায় রেললাইন নির্মাণ কাজ: রেলমন্ত্রী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০  

আগামী বছরের জানুয়ারির মধ্যে মাগুরায় রেললাইন নির্মাণের বাস্তবভিত্তিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার দুপুরে মাগুরায় এক জনসভায় এ কথা জানান রেলমন্ত্রী। জেলা আওয়ামী লীগের আয়োজনে সদর উপজেলার রাম নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রণালয়ে মাগুরায় রেললাইন নির্মাণ সংক্রান্ত কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, নতুন রেললাইন নির্মাণের মাধ্যমে মাগুরা জেলায় রেল যোগাযোগ স্থাপন করা হবে। এটি নির্মাণের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট অনুযায়ী কিছু মানুষের আপত্তি রয়েছে তা সরেজমিনে দেখার জন্য আমি এসেছি। এসব সমস্যা মিটিয়ে আগামী জানুয়ারির মধ্যে বাস্তব কাজ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, অতীতের সরকারগুলো এ দেশে রেল যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি জেলায় রেল যোগাযোগ স্থাপনে কাজ করে যাচ্ছি। আগামী জানুয়ারির মধ্যেই মাগুরায় রেললাইন নির্মাণের কাজ শুরু হবে বলে আশা করছি।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ'র সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি আব্দুর রহমান। 

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সি রেজাউল হক, খুরশীদ হায়দার টুটুল, অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিলসহ প্রমুখ।