• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

জাদুকারি এই দানা লাগালেই চুল পড়া হবে বন্ধ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২০  

যে কোনো মৌসুমী ফল বা সবজি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তার মধ্যে লাউ অন্যতম। লাউ বা লাউয়ের দানায় রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি। 

এই সবজির দানা শুধুই যে স্বাস্থ্যের জন্য ভালো তা নয়, এটি চুলের জন্যও উপকারী। কারণ এতে রয়েছে জিঙ্ক, আয়রন, কপার, ভিটামিন ই- এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ। 

যা আপনার চুল পড়া বন্ধ করে চুলকে গোঁড়া থেকে মজবুত করে তুলবে। শিরোনাম দেখে হয়তো ভাবছেন চুল পড়া ঠেকাতে লাউ দানার রস কীভাবে কাজে দিবে? চলুন তবে জেনে নেয়া যাক চুল পড়া ঠেকাতে লাউ দানার রসের ব্যবহার পদ্ধতিটি- 

 

লাউয়ের বীজ

লাউয়ের বীজ

যা যা লাগবে: 

> একটি লাউয়ের সবগুলো দানা।

> আধা কাপ নারকেল তেল।

ব্যবহার পদ্ধতি: 

প্রথমে লাউয়ের দানাগুলো পিষে রস বের করে নিন। এই রসের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাথার স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে চুল শ্যাম্পু করে নিন। এভাবে নিয়মিত এক মাস ব্যবহার করুন ভালো ফল পাবেন।