• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জন্মদিনে সালমানের ‘বিশেষ’ অনুরোধ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০  

আবদুর রশিদ সেলিম সালমান খান। বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেতা। পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও। সালমান খান হিসেবে তার ব্যাপক পরিচিতি। তবে ভক্তরা ভালোবেসে সাল্লু ভাই, বলিউড ভাইজান এবং বলিউড সুলতান বলেও ডাকে।

বলিউড ভাইজানের জন্মদিন আজ (২৭ ডিসেম্বর)। ১৯৬৫ সালের আজকের এ দিনে ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেন সাল্লু ভাই। চিত্রনাট্যকার সেলিম খানের জ্যেষ্ঠ পুত্র তিনি। ৫৪ বছর বয়সী এ অভিনেতা কর্মজীবন শুরু করেন ১৯৮৮ সালে। ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ হয়েছে সালমানের। এখন পর্যন্ত অভিনয় করেছেন শতাধিক সিনেমায়।

প্রতিবছর সালমানের জন্মদিনে আসর জমে তার ফার্মহাউজে। কিন্তু এবারের জন্মদিন খুবই সাদামাটাভাবে কাটাবেন সালমান। জন্মদিন উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। বাড়ির সামনে নোটিশও লাগিয়েছেন এ অভিনেতা। তাতে লেখা, ‘বিগত বছরে যে পরিমাণ ভালোবাসা আমি আমার ভক্তদের কাছ থেকে পেয়েছি তা বলে শেষ করা যাবে না। তবে এই বছরটা সবার কাছে আমার অনুরোধ বাড়ির বাইরে ভিড় জমাবেন না।’

করোনার কথা মাথায় রেখেই এ নোটিশ লাগানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সালমান তার ভক্তদের বিশেষ অনুরোধ করে লিখেছেন, ‘মাস্ক পড়ুন। স্যানিটাইজ করুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।’

পর্দায় সফল এ অভিনেতা বাস্তব জীবনে বিতর্কের সঙ্গে জড়িয়েছেন একাধিকবার। বলিউড সুলতানের প্রথম প্রেম ছিল পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির সঙ্গে। সে প্রেম ভেঙে গেলে ভালোবাসা গড়ে ওঠে ঐশ্বরিয়ার রাইয়ের সঙ্গে। পরিণতি পায়নি তার এ প্রেমও।

অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন সালমান খান। চতুর্থ ভারতীয় তারকা হিসেবে ২০০৮ সালের ১৫ জানুয়ারি লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে তার মোমের মূর্তি স্থাপন করা হয়।