• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

জনগণকে লাঠিপেটা করা সেই কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০  

করোনা পরিস্থিতির মধ্যে ঘরের বাইরে বের হওয়া মানুষের পেটানোর অভিযোগে টাঙ্গাইল পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল রবিবার (১২) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন মামলাটি দায়ের করেন।  

আজ সোমবার (১৩ এপ্রিল) টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, 'মানুষ পেটানোর অভিযোগে আমিনুর রহমান আমিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আইনজীবী মো. জে আর খান রবিন। এখন তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

এর আগে ৭ এপ্রিল টাঙ্গাইলের কাউন্সিলর আমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, আমিন দলবলসহ বাজারে গিয়ে লোকজনকে কোনও কিছু জিজ্ঞেস না করেই লাঠিপেটা করছেন। ভিডিওটি নিয়ে সমালোচনার ঝড় উঠে।

এ ঘটনায় কাউন্সিলর আমিনুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়। গত ৯ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন ই-মেইলের মাধ্যমে ওই নোটিশ পাঠান।

আইনজীবী রবিন বলেন, 'কাউন্সিলর জনপ্রতিনিধি হয়েও আইন নিজের হাতে তুলে নিয়েছেন। করোনার মধ্যে মানুষকে বোঝানোর পরিবর্তে নির্যাতন করে তিনি ফৌজদারি অপরাধ করেছেন। তার নির্যাতনের শিকার হয়েও ভয়ে স্থানীয়রা মুখ খোলার সাহস পাচ্ছেন না। তাই একজন সচেতন নাগরিক হিসেবে ওই নোটিশ পাঠায়। নোটিশে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল সদর থানার ওসি এবং পৌরসভার মেয়রকে অনুরোধ জানানো হয়েছিল। অন্যথায় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছিল।’