• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

ছাদের বাগানে গাঁজা চাষ ও চিলাকোঠায় মদ তৈরি করতেন গোমেজ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ জুলাই ২০২০  

ঢাকার সাভারে নিজ বাড়ির চিলকোঠায় দেশি মদ তৈরি ও ছাদের বাগানে গাঁজা চাষ করে বিক্রির অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় এক হাজার লিটার দেশি মদ ও পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

গ্রেফতার ফ্রান্সিস গোমেজ সাভার পৌর এলাকার রাজাশনের বাসিন্দা। শনিবার সন্ধ্যায় র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে সাভারের রাজাশন এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ফ্রান্সিস গোমেজের বাড়ির ছাদের বাগানে চাষ করা পাঁচটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ সময় একই বাড়ির চিলকোঠায় তৈরি এক হাজার লিটার দেশি মদসহ আটক করা হয় ফ্রান্সিস গোমেজকে।

সিনিয়র এএসপি সজল আরো জানান, ফ্রান্সিস গোমেজ ১৫ বছরের বেশি সময় ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছিলেন। নিজ বাড়ির ছাদে চাষ করা গাঁজা ও চিলকোঠায় তৈরি মদ সাভার, মিরপুর ও আশপাশের এলাকায় বিক্রি করতেন তিনি। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।