• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

চিকিৎসার অবহেলায় মৃত্যুতে ব্যবস্থা নেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৬ জুন ২০২০  

চিকিৎসা না দিয়ে সাধারণ রোগীদের ফেরত পাঠানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান। হাইকোর্টের দেওয়া মোট ১১ দফা নির্দেশনা ও অভিমতের মধ্যে ৭টি নির্দেশনা স্থগিত করা হয়েছে। 

রাষ্ট্রপক্ষের আবেদনে আজ মঙ্গলবার এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ দেওয়ার একদিন পরই তা স্থগিত হয়ে গেল। আজ আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।  

বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ ৫টি রিট আবেদনের ওপর শুনানি শেষে ১৫ জুন এক আদেশে অবহেলায় মৃত্যু, আইসিইউ বণ্টন, বেসরকারি হাসপাতাল অধিগ্রহণ, অক্সিজেন সরবরাহ ও ঢাকা সিটি কর্পোরেশন এলাকা লকডাউন নিয়ে ১১ দফা নির্দেশনা ও অভিমত দেন। এর মধ্যে ৭টি স্থগিত করা হয়েছে। ৩টি নির্দেশনা বহাল রাখা হয়েছে। আর ঢাকা সিটি লকডাউন নিয়ে দেওয়া অভিমত উত্থাপিত হয়নি মর্মে খারিজ হয়েছে।