• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

চার্টার্ড ফ্লাইটে পাকিস্তান যাবে মাহমুদুল্লাহ-তামিমরা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

পাকিস্তান সফরে ক্রিকেটারদের সঙ্গে যাবেন সদ্য নিয়োগে পাওয়া নতুন বোলিং কোচ ওটি গিবসন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেন্সের চেয়ারম্যান আকরাম খান। মঙ্গলবার (২১ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন তিনি। তিনি আরো জানান, চাটার্র্ড বিমানে পাকিস্তান যাবে বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি কোনো ফ্লাইট নেই। তাই-তো ঢাকা থেকে পাকিস্তানে যেতে হলে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, দুবাই বা দোহা হয়ে যেতে হয়। সে ক্ষেত্রে সময় লাগে ৩-৪ গুণ বেশি। আবার চার্টার্ড ফ্লাইটে চড়ে গেলে যাত্রাবিরতির বালাই নেই। ঢাকা থেকে লাহোর যেতে চার ঘণ্টার বেশি সময় লাগে না। এতে খেলোয়াড়দের সময়ও খরচ হবে কম।

এদিকে বাংলাদেশ দলের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু করেছে পাকিস্তান। এতে একসাথে ৩৩ জনের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খেলোয়াড়-কোচ-কর্মকর্তাসহ বড় একবহরই যাচ্ছে পাকিস্তান সফরে। তিন টি-টোয়েন্টি, দুই টেস্ট ও এক ওয়ানডে খেলতে তিনবার পাকিস্তান যাবে বাংলাদেশ, তিন মাসের মধ্যে।

উল্লেখ্য, আগামী ২৪, ২৫ ও ২৭ তারিখে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহরা আরেকবার গিয়ে একটা টেস্ট খেলে আসবেন। শেষ সফরে হবে একমাত্র ওয়ানডে ও বাকি টেস্ট।