• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

চাকরিচ্যুত ঢাবির ৫ শিক্ষক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

 

শিক্ষা ছুটি শেষে কাজে যোগ না দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঁচ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া তাদের বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করতেও বলা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চাকরিচ্যুত পাঁচ শিক্ষক হলেন- পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের মো. মহসীন ও ইয়াসমিন আকতার, পপুলেশন সায়েন্স বিভাগের মো. কামরুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের রাদিয়া তাইসির এবং সমাজ বিজ্ঞান বিভাগের আজমেরী ফেরদৌস।

সিন্ডিকেট সভা সূত্রে জানা যায়, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক আজমেরী ফেরদৌস স্বেচ্ছায় পদত্যাগের আবেদন করেন। এছাড়া বাকি চার শিক্ষক শিক্ষা ছুটি শেষ হলেও কাজে যোগ দেননি। চাকরিচ্যুত সবাইকে বিশ্ববিদ্যালয়ের পাওনা পরিশোধ করতে বলা হয়েছে বলেও জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সিন্ডিকেট সভায় কয়েকজন শিক্ষককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা ছুটি শেষ হলেও বারবার অনুরোধ করার পরও তারা কাজে যোগ দেয়নি। তাই আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।