• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

চবিতে ভর্তি: আবেদনে সময় বাড়লো এক সপ্তাহ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। টাকা জমা দেয়া যাবে ৯ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বুধবার (২৮ এপ্রিল) ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এদিকে, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আবেদন করেছেন ১ লাখ ৬৫ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী। 

এর আগে গত ১২ এপ্রিল সকাল ১১টা থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন কার্যক্রম শুরু হয়। এবং শেষ হওয়ার কথা ছিলো ৩০ এপ্রিল। 

এবারের পরীক্ষা স্বশরীরে ক্যাম্পাসে মোট তিন ধাপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিট ও ৩০ জুন ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগের মতো এবারও চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এবারও ৪৮টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি ও কোটা ৭৩৭টি।