• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং-এর নির্মাতাকে বিষ প্রয়োগে হত্যা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০  

বিষ প্রয়োগ করে চীনের একজন কোটিপতি গেম নির্মাতাকে হত্যা করা হয়েছে। সাংহাই পুলিশের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বিবিসি। শুক্রবার (২৫ ডিসেম্বর ) লিন কুই নামে ওই ব্যক্তিকে হত্যা করা হয় বলে জানিয়েছে বিবিসি।

৩৯ বছরের লিন কুই গেম নির্মাতা প্রতিষ্ঠান ইয়োজুর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী।  তিনি ‘গেম অব থ্রোনস: উইন্টার ইজ কামিং’ গেমের জন্য বিশেষ পরিচিত পেয়েছিলেন।

একটি বিবৃতিতে সাংহাই পুলিশ জানিয়েছে, এই বিষ প্রয়োগের জন্য জুহু নামে মি. লিনের একজন সহযোগীকে সন্দেহ করা হচ্ছে। মি. লিনের সব মিলিয়ে ১০০ কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে বলে ধারণা করা হয়। গেম অব থ্রোনসের বাইরেও ব্রাউল স্টারস নামে আরেকটি জনপ্রিয় গেমও তৈরি করেছেন ইয়োজু।