• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন

গত ২৪ ঘণ্টায় পিপিই বেড়েছে ২ লাখ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২০  

 


স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে ঘরে থাকতে হবে, আর বেশি বেশি পরীক্ষা করতে হবে’।

তবে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার কিট নতুন করে যুক্ত হয়নি। বর্তমানে মজুত রয়েছে ৭১ হাজার কিট। তার মধ্যে থেকে ১-২ হাজার করে কিট বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী পাঠানো হবে। অবশ্য স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের জন্য গত ২৪ ঘণ্টায় নতুন ২ লাখ ২২ হাজার ২৮৪টি ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংগ্রহ হয়েছে।’

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সরাসরি অনলাইন ব্রিফিংয়ে এ সব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা।

সানিয়া তাহমিনা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের নতুন পিপিই সংগ্রহ বেড়েছে ২ লাখ ২২ হাজার ২৮৪টি। এখন পর্যন্ত আমরা ৯ লাখ ১৩ হাজার ৬৭৬টি পিপিই সংগ্রহ করেছি। বিতরণ করেছি প্রায় ৪ লাখ ৯৫ হাজার। বর্তমানে মজুত আছে আরও ৪ লাখ ১৮ হাজার ৯৩২টি। অর্থাৎ, গতকালের চেয়ে আমাদের মজুদ বেড়েছে ২ লাখের বেশি পিপিই। তবে পরীক্ষার কিট যা ছিল, সেটাই আছে।’

স্বাস্থ্য পরামর্শের জন্য গত ২৪ ঘণ্টায় ১ লাখ ১৮ হাজার ৫৪৭টি কল এসেছে বলে জানান সানিয়া তাহমিনা। তিনি বলেন, ‘আমাদের হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। এটা এখনকার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। এখানে স্বাস্থ্য বাতায়ন কাজ করছে। গত ২৪ ঘণ্টায় ৬৫ হাজার ৫৪২টি কল এসেছে স্বাস্থ্য বাতায়নে। ৩৩৩-এ এসেছে ৪৮ হাজার ৮০৫টি। আইডিসিআরের নম্বরে এসেছে ৪ হাজার ২০০টি কল। সর্বমোট ২৪ ঘণ্টায় ১ লাখ ১৮ হাজার ৫৪৭টি কল বিভিন্ন সেন্টারে পেয়েছি। তাদেরকে স্বাস্থ্য পরামর্শ দেয়ার চেষ্টা করছি।’

তিনি বলেন, ‘অনলাইন প্লাটফর্মে সেবা দেয়ার জন্য আছেন প্রশিক্ষণপ্রাপ্ত ১৩ হাজার ৮৮১ জন চিকিৎসক। গত ২৪ ঘণ্টায় নতুন প্রশিক্ষণ নিয়েছেন আরও ২৩৫ জন। স্বেচ্ছাসেবা দিচ্ছেন ২ হাজার ৮১৮ জন তরুণ চিকিৎসক। আর প্রশিক্ষণ এ পর্যন্ত আমাদের ৩ হাজার ৮৫ জন সরকারি চিকিৎসক এবং ১ হাজার ৫৪ জন নার্সকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই কার্যক্রম আমাদের চলছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রশিক্ষণ চলছে।’

অন্যদিকে, দেশে প্রতিদিনই বিদেশ থেকে আসা লোক প্রবেশ করছে। এ বিষয়ে সানিয়া তাহমিনা বলেন, ‘বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে গত ২৪ ঘণ্টায় ৪৭ জন। যারা সকলেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রবেশ করেছেন। তাদের মধ্যে ২৪ জনের কোনো স্বাস্থ্য সনদ ছিল না। তাদেরকে হজ ক্যাম্পের কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা স্বাস্থ্য সনদ নিয়ে এসেছেন। তারপরও তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। সমুদ্র বন্দর দিয়ে ১৫৬ জন এসেছেন। স্থলবন্দর দিয়ে ৬৪ জন এসেছেন। গত ২৪ ঘণ্টায় স্ক্রিনিং হয়েছে ২৬৭ জন। এ পর্যন্ত ৬ লাখ ৬৮ হাজার ৯৬৭ জন স্ক্রিনিংয়ের আওতায় এসেছেন।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১১২ জন আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে, দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩০ জনে। আর গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আর ১ জনের। এই নিয়ে দেশে ২১ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে।