• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

খালেদার জামিন-মুক্তি নিয়ে ভাবছে না সরকার: আইনমন্ত্রী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি বা জামিন নিয়ে কিছুই ভাবছে না সরকার। সচিবালয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী। এসময় তিনি আরও বলেন, যারা বেগম জিয়ার মামলাকে রাজনৈতিক বলে প্রচার করেন তারা কাগজে কলমে তা প্রমাণ করতে পারবেন না।

আইনমন্ত্রী বলেন, এতিমের টাকা চুরি করায় খালেদা জিয়াকে বিচারিক আদালত পাঁচ বছরের জেল দিয়েছিল। আপিল করার পর হাইকোর্ট ডিভিশন আপিল আদালত হিসেবে সেটাকে বাড়িয়ে ১০ বছর করেছে। তিনি সেই সাজা ভোগ করছেন।

তিনি আরও বলেন, সুপ্রিমকোর্টের আপিল বিভাগ তার জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন। এগুলো সবই আদালতের ব্যাপার। আমাদেরকে কেন ভাবতে হবে? আমাদের কাছে এমন প্রশ্নও ওঠেনি, আমরা আপাতত এটা নিয়ে ভাবছিও না।